বুদ্ধ পূর্ণিমা ২০২৩ । বুদ্ধ পূর্ণিমা কত তারিখ?

বাংলাদেশে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে সরকারি ভাবে ০১ দিন অফিস আদালত ছুটি থাকে- বুদ্ধগণ এ দিনটি উৎসবের সহিত পালন করে এবং অন্য ধর্মাবম্বীগণ ছুটি ভোগ করে থাকেন – বুদ্ধ পূর্ণিমা ২০২৩

বুদ্ধ পূর্ণিমা কি? – ০৪/০৫/২০২৩ রোজ বুধবার শুভ বৌদ্ধ পূর্ণিমা। আমাদের বৌদ্ধ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন,তাৎপর্য্য ও মহাপবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি,বৈশাখী পূর্নিমা। যেই মহাপবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব আমাদের ভগবান গৌতম বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্ম গ্রহন করেছিলেন, সেই একই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি বুদ্ধত্ব লাভ করেন, আবার সেই একই বৈশাখী পূর্নিমা তিথিতে তিনি মহাপরিনির্বান লাভ করেন।

এই জন্য এই মহাপবিত্র বৈশাখী পূর্নিমা দিনটিকে আমরা প্রতি বছর অত্যন্ত গুরুত্ব সহকারে ধর্মীয় গাম্ভীর্য্য সবচেয়ে বড় ত্রিস্সৃতিকে স্বরণ করে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে থাকি। এমন মহাপূণ্যময় দিনে আপনাদের সকলকে অষ্টশীল গ্রহন করে দান ও ধ্যান-ভাবনা করে নির্বানের হেতু অশেষ পূণ্য সঞ্চয় করার জন্য আমি বিশেষ ভাবে আহব্বান জানাচ্ছি। এখন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমার দানময়, শীলময় ও ভাবনাময় পূণ্যরাশি মৈত্রিচিত্তে দান করছি। সকলেই আমার এই দানকৃত পূণ্য গ্রহন ও লাভ করে সুখি হোক, সকল প্রকার রোগ-ব্যাধি, আপদ-বিপদ, অমঙ্গল ও শত্রু হইতে মুক্ত হোক।

বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি প্রধান উৎসব। এটি বুদ্ধদের জন্ম-জয়ন্তী উদযাপন করা হয়। বুদ্ধ পূর্ণিমা প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমার দিন পালিত হয়। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখা হয়। এই দিনে বৌদ্ধ ব্রত রাখা হয় এবং ধর্মীয় বিষয়বস্তুর উপর চর্চা করা হয়। বুদ্ধ পূর্ণিমা দিনে বৌদ্ধদের মধ্যে দান এবং সেবার আদর্শ উদ্বেগ উত্পন্ন করা হয়। বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গৌরবময় উৎসব যা বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এটি বৌদ্ধদের সম্প্রদায় ও সংস্কৃতির অভিনব সংস্কার দেখায় এবং একটি অত্যন্ত আনন্দময় উৎসব হিসাবে উপলক্ষ্য করা হয়।

বৌদ্ধ ধর্মীয় উৎসব / বুদ্ধ পূর্ণিমা কত তারিখ বাংলা

এদিনটিতে ত্রিপুরা প্রাণী বা পাখি মারা নিষিদ্ধ

Caption: Source of image


বৌদ্ধগণ বুদ্ধ পূর্নিমা উদযাপন করে থাকে । বৌদ্ধদের ধর্মীয় উৎসব কি কি?

  1. বুদ্ধ পূর্ণিমা মূল নিবন্ধ: বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা রাতে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়।
  2. আষাঢ়ী পূর্ণিমা মূল নিবন্ধ: আষাঢ়ী পূর্ণিমা
  3. মধু পূর্ণিমা মূল নিবন্ধ: মধু পূর্ণিমা
  4. প্রবারণা পূর্ণিমা মূল নিবন্ধ: প্রবারণা পূর্ণিমা
  5. ফালগুনী পূর্ণিমা মূল নিবন্ধ: ফাল্গুনী পূর্ণিমা

বুদ্ধ পূর্ণিমা কাদের জন্য?

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *