Most Common Sentence in English 2023 । ইংরেজিতে কথা বলার কিছু মৌলিক বাক্য জেনে নেই

স্পোকেন কোর্স করলেই ইংরেজী শিখে যাবেন ব্যাপারটি এমন নয়-আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে, আপনার মাতৃভাষা আপনি কিভাবে শিখেছেন? – Most Common Sentence in English 2023

এক নতুন ভাষা কিভাবে রপ্ত করবেন? একটি নতুন ভাষা যদি আপনি শিখতে চান তবে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে প্র্যাকটিস করে। প্র্যাকটিস বলতে আপনাকে লিসনিং করতে হবে অনেক বেশি এবং বলার চেষ্টা করতে হবে। আপনি হুট করে ইংরেজী বলা শিখে যাবে। আপনি হঠাৎ করে কোন ফাংশন বা মঞ্চে উঠে অনর্গল ইংরেজী বলে যাবেন এমনটি কখনও হয় না। তাই ধর্য ধরুন এবং প্র্যাকটিস করুন।

আমাদের দৈনন্দিন কাজে লাগে এমন ইংরেজী শিখতে হবে। ক্রমান্বয়ে আপনাকে রপ্ত করতে হবে স্পিকিং। স্পিকিং কোন যাদুকরী বিষয় নয় যে, আপনি গ্রামার বা কিছু শব্দ জানলেই তা বলতে পারবেন। ইংরেজী শুদ্ধ উচ্চরণ ও বলার প্র্যাকটিস থাকতে হবে। আপনি যত শুনবেন এবং শুনে বলবেন ততই আপনি দক্ষ হতে থাকবেন।

To learn English, you can follow these steps: Build a strong foundation of grammar rules and vocabulary. Practice speaking, reading, writing and listening in English regularly. Immerse yourself in the language by watching English movies, reading books, and speaking with native speakers. Use language learning tools and resources, such as textbooks, language exchange programs, and online courses. Be patient and persistent, learning a language takes time and effort. Remember to also set specific goals and track your progress to stay motivated.

যে বাক্যগুলো উঠতে বসতে আপনাকে বাংলায় বলতে হয় / ইংরেজী কিছু সহজ বাক্য যা আপনার দক্ষতা বাড়াবে

ইংরেজী হয়তো আপনি জানেন কিন্তু বলার প্র্যাকটিস টা নেই তাই স্পিকিং করতে ভয় পান। এটি খুবই স্বাভাবিক ব্যাপার।

ইংরেজিতে কথা বলার কিছু মৌলিক বাক্য Full PDF Download

প্রচলিত ও কমন কিছু বাক্য চলুন আমরা দেখে নিই। যে বাক্য বা শব্দগুলো আপনাকে রপ্ত করতে হবে

  1. আমি তোমার নাম জানতে পারি? > May I have your name, please?
  2. তুমি কোথায় থাকো? > Where do you live/ reside?
  3. আমি ধানমন্ডি থাকি > I live/ stay at Dhanmondi.
  4. তোমার বাবার নাম কী? > What’s your father’s name?
  5. তোমার মা কী করেন? > What does your mother do?
  6. আমার মা একজন টিচার > My mother is a Teacher.
  7. তোমরা কয় ভাইবোন? > How many siblings have you got?
  8. আমরা দুই ভাইবোন। > We are two.
  9. আপনাকে অনেক অনেক ধন্যবাদ > Many many thanks. / A lot of thanks to you.
  10. আপনার সাথে আবার দেখা হবে। > See you later. / See you again.
  11. যোগাযোগ রেখো। > Keep in touch.
  12. ভাল থেকো। > Take care.
  13. আজকে তাহলে আসি। > Bye for now.
  14. না না ধন্যবাদ দিতে হবে না। > Don’t mention it.
  15. আমি ভীষণ দু:খীত। > I’m terribly sorry.
  16. না না ঠিক আছে। > It’s ok. It’s alright.
  17. ভুলে যাও! > Forget it.
  18. কতক্ষণ ধরে অপেক্ষা করছো? >> How long have you been waiting?
  19. শুনে ভাল লাগলো। >> Sounds good.

স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় কি?

আপনি যেহেতু স্পোকেন ইংলিশ (Spoken English) শিখতে চাচ্ছেন এখত্রে আপনাকে ইংরেজি বলার উপরে বেশি নজর দিতে হবে। দ্রুত ইংরেজিতে কথোপকথন করতে হলে আপনাকে অবশ্যই নিজে নিজে কথা বলার চেষ্টা করতে হবে। আপনি যদি IELTS ও TOEFL এর কোর্সগুলোর কথা ভাবেন তাহলেই বিষয়টি আপনার জন্য বুঝতে পারা অনেক সহজ হয়ে যাবে।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *