Java UC browser । ইউসি ব্রাউজার এন্ড্রয়েড ও স্যামবিয়ান

Java UC browser – UC was best for java phone – UC Browser Phone

UC for button Phone – ইউসি ব্রাউজার বাটন ফোনগুলোতে খুবই জনপ্রিয় ছিল। নকিয়া এবং অন্যান্য বাটন ফোনগুলোতে ইউসি ব্রাউজার খুব দ্রুত চলতো, বলা যায় ফাস্ট ব্রাউজিংয়ের জন্য ইউসি একটি জনপ্রিয় ওয়েবব্রাউজার।

বর্তমানে গুগলক্রোম মজিলা ফায়ার ফক্স ব্রাউজার দুটো সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। অপেরা বা অপেরা মিনিও দিন হারাচ্ছে, হার মেনে যাচ্ছে ডেক্সটপে ব্যবহৃত ইন্টারনেট এক্সপ্লোরাল ইন্টারনেট ব্রাউজারও। দিন দিন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হয়ে উঠছে গুগল ক্রোম ব্রাউজারটি।

ভিপিএন ব্যবহারে অপেরা এগিয়ে রয়েছে, বিল্টইন ভিপিএন ব্যবহারের সুবিধার্থে অপেরা জনপ্রিয় হচ্ছে। তবে সেফ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্যে মজিলা ও গুগল ক্রোম বেশ জনপ্রিয় ব্রাউজার। তাই জাবা বা এন্ড্রয়েড ইউসি ব্রাউজার ব্যবহার কমছে। তবে ইউসি ব্রাউজারে ম্যালওয়্যার ও বিজ্ঞাপন জনিত কারণে ব্রাউজারটি ব্যবহার থেকে বিরত থাকছে সচেতন ইন্টারনেট ইউজারগণ।

ইউসি ব্রাউজার ব্যবহার দিন দিন কমেছে মোবাইল বা ডেক্সটপ ব্যবহারের ক্ষেত্রে

কেন আপনি ইউসি ব্রাউজার ব্যবহার থেকে বিরত থাকবেন?

ইউসি ব্রাউজার

Caption: UC Browser using is being decreasing day by day for it’s backdate behavior and Nothing new

Why You should not use UC browser for general browsing

  1. প্রথমত গুগল প্রডাক্টগুলো ব্যবহার করা ক্রোমের মত সহজ হবে না।
  2. ইউসিতে বিজ্ঞাপন এবং বাগ রয়েছে।
  3. ইউসি ব্রাউজার শিশুদের জন্য উপযোগী নয়।
  4. হঠাৎ করে এডাল্ট বিজ্ঞাপন চলে আসে।
  5. ইউসি ব্রাউজার দিয়ে আপনি ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং বেশি কিছু সেনসেটিভ বিষয় ব্রাউজ করতে পারবেন না।
  6. ডেক্সটপমুডেও ইউসি ব্রাউজার ক্রোমের ডুপ্লিকেট হিসাবে কাজ করে।
  7. ভিপিএন বা আইপি চেঞ্জ হয়ে ব্যবহার হয় না স্প্যামিং করে থাকে।
  8. এন্ড্রয়েডে ক্র্যাশ করে যায়।
  9. ইউজার ফ্রেন্ডলি নয়।

বাংলাদেশীদের জন্য ইউসি ব্রাউজার নাকি ক্রোম ভাল?

গুগল প্রডাক্ট সবচেয়ে সেরা। বেশিভাগ ক্ষেত্রে গুগল প্রডাক্টকে বিশ্বাস করা যায়। অন্য পার্টি বা থার্ড পার্টি ব্রাউজার বা প্রডাক্ট ব্যবহারের হ্যাকিংয়ের ভয় থাকে। ইউসি আপনার ফোনের সকল ডাটা নিয়ে নিতে পারে। হ্যাকারগণ ইউসি ব্রাউজারের সিকিউরিটি স্টং না থাকায় ডাটা চুরি করতে পারে। তাই বাঙ্গালীগণ ইউসি ব্রাউজার ব্যবহারে সতর্ক থাকুন।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *