ইন্টারনেট কি? Explanation of Internet

ইন্টারনেট কি? এর সহজ ও সরল উত্তর হবে অনলাইন জালিকা বিন্যাস – ভার্চুয়াল তথ্য ভান্ডার – অনলাইন স্টোর

ইন্টারনেট – তথ্য কোষ। বিভিন্ন ইউজার দ্বারা সমৃদ্ধ তথ্য ভান্ডারই হচ্ছে ইন্টারনেট যা ব্যবহারকারী গণ দ্বারা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। যদিও বাংলা ভাষায় ইন্টারনেটে সবকিছু খুজে পাওয়া যায় না। সব কিছু বলতে সবকিছু নয়, তবে ইংরেজী ভাষার তথ্য অনলাইনে বেশি সহজলভ্য।

ভাল ইংরেজী জানা লোকের অনলাইনে তথ্য খুজে পাওয়া খুব একটা বেশি কষ্ট হবে না। অনলাইনে তথ্য খুজে পাওয়া মূলত খুব বেশি জটিল বিষয় নয় কারণ সার্চ ইঞ্জিন গুগল এখন খুব বেশি স্মাট এবং আধুনিক হয়ে গেছে। একজন ব্যবহারকারীর তথ্য গুগলে স্টোর থাকে বিধায় গুগল সহজেই বুঝতে পারে যে, আপনি মূলত কি খুজতেছেন এবং কোন তথ্যটির জন্য সার্চ দিয়েছেন।

গুগল মামা ছাড়াও বিং ও ইয়াহু দিন দিন সমৃ্দ্ধ হচ্ছে। সকল সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল সার্চ বেশি পরিচিত এবং ৮০% মানুষ তথ্য খুজতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। মূলত গুগল প্রডাক্ট এখন অনেক বেশি নির্ভরযোগ্য এবং মান সম্মত। গুগল সার্চ ইঞ্জিন ছাড়াও অনেক প্রডাক্ট আমাদের সরবরাহ করছে।

ইন্টানেটে কিভাবে সার্চ করে তথ্য খুজতে হয়। সার্চ ইঞ্জিন হতে কিভাবে তথ্য বের করবেন।

ইন্টারনেট তথ্য ভান্ডার হিসাবে দিন দিন সমৃদ্ধ হচ্ছে এবং মানবকল্যানে কাজ করছে যা আমাদের তথ্য হাতের কাছে এনে দিয়েছে।

ইন্টারনেট কি?

Caption: What is internet? Knowledge is power to get it search it to google

ইন্টারনেট থেকে আমরা কিভাবে কি তথ্য পেতে পারি?

  1. তথ্যগুলো সার্চ ইঞ্জিনগুলো সাজিয়ে রাখে।
  2. বাংলায় বা ইংরেজীতে অথবা অন্য কোন ভাষায় আপনার তথ্যটি থাকতে পারে।
  3. বেশিভাগ তথ্যই ইংরেজীতে সুসজ্জিত রয়েছে।
  4. তথ্যগুলো- অডিও, ভিডিও, ছবি বা টেক্সড আকারে পাওয়া যায়।
  5. তথ্যের অনেকগুলো বিকল্প তথ্য পাওয়া যায়।
  6. তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ হতে সংগ্রহ করে ব্যবহারকারীকে দেয় সার্চ ইঞ্জিন।

ইন্টারনেট কিভাবে কাজ করে?

ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে। কোন তথ্যেই অংশ বিশেষ দিয়ে সার্চ করলে সম্ভাব্য তথ্য গুগল বা সার্চ ইঞ্জিন তার প্রথম সার্চ রেজাল্ট পেইজে দেখায়। সম্ভাব্য তথ্য গুলো পেইজ আকারে লিংক দিয়ে সাজিয়ে প্রদর্শন করে থাকে।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 421 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *