Cabinet Job Description 2024 । কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন?

শিক্ষা মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়া হয়েছে মহিবুল হাসান চৌধুরীকে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আলী আরাফাতকে – মন্ত্রিসভার দায়িত্ব বন্টন আদেশ ২০২৪

মন্ত্রী পরিষদ সচিব কি দায়িত্ব বন্টন করেন? প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর Rule 3 (iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রিগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।

প্রধানমন্ত্ৰী শেখ হাসিনা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন? মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সমস্ত দায়িত্ব পালন করবেন।

মন্ত্রীর প্রধান কাজ কি? প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। তাছাড়া তিনি এই ব্যবস্থাতে সংসদ বা সংসদের নেতার ভূমিকাও পালন করেন। অনেক শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ বা বহিষ্কার করার অধিকারও রাখেন। প্রতিমন্ত্রী গণ পূর্ণমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে থাকে এবং দপ্তরের সর্বাধিক ২য় নায়ক হিসেবে কাজ করেন।

মন্ত্রণালয় বা বিভাগ বন্টন ২০২৪ / মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেলেন যারা তালিকা দেখুন

প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। তাছাড়া তিনি এই ব্যবস্থাতে সংসদ বা সংসদের নেতার ভূমিকাও পালন করেন। অনেক শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ বা বহিষ্কার করার অধিকারও রাখেন।

মন্ত্রিসভার দায়িত্ব বন্টন আদেশ ২০২৪ পিডিএফ ডাউনলোড

মন্ত্রণালয় বন্টন ২০২৪ । কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেল?

  1. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় –জনাব আ, ক, ম, মোজাম্মেল হক
  2. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় –জনাব ওবায়দুল কাদের
  3. অর্থ মন্ত্রণালয়- জনাব আবুল হাসান মাহমুদ আলী
  4. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় –জনাব আনিসুল হক
  5. শিল্প মন্ত্রণালয় –জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
  6. স্বরাষ্ট্র মন্ত্রণালয়- জনাব আসাদুজ্জামান খান 
  7. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় –জনাব মোঃ তাজুল ইসলাম
  8. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- জনাব মুহাম্মদ ফারুক খান
  9. পররাষ্ট্র মন্ত্রণালয়- জনাব মোহাম্মদ হাছান মাহমুদ
  10. সমাজকল্যাণ মন্ত্রণালয়-ডা: দীপু মনি
  11. খাদ্য মন্ত্রণালয়- জনাব সাধন চন্দ্র মজুমদার
  12. পরিকল্পনা মন্ত্রণালয়-জনাব আব্দুস সালাম
  13. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-জনাব মোঃ ফরিদুল হক খান
  14. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়- জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী
  15. ভূমি মন্ত্রণালয়- জনাব নারায়ন চন্দ্ৰ চন্দ
  16. বস্ত্র ও পাট মন্ত্রণালয়- জনাব জাহাঙ্গীর কবির নানক
  17. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়– জনাব মোঃ আব্দুর রহমান
  18. কৃষি মন্ত্রণালয়- জনাব মোঃ আব্দুস শহীদ
  19. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়- স্থপতি ইয়াফেস ওসমান
  20. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- ডা: সামন্ত লাল সেন
  21. রেলপথ মন্ত্রণালয়-জনাব মোঃ জিল্লুল হাকিম
  22. জনপ্রশাসন মন্ত্রণালয়- জনাব ফরহাদ হোসেন
  23. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-জনাব নাজমুল হাসান
  24. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-জনাব সাবের হোসেন চৌধুরী
  25. শিক্ষা মন্ত্রণালয়-জনাব মহিবুল হাসান চৌধুরী

বাংলাদেশের সর্বাদিক নায়ক কে?

রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে স্বাধীন দেশের প্রধানরূপে নির্বাচিত কিংবা মনোনীত হয়ে শাসন কার্যে অংশগ্রহণ করেন। উৎপত্তিগতভাবে নেতৃত্বে আসীন হয়ে যিনি সভাপতিত্ব করেন তিনিই প্রেসিডেন্ট বা সভাপতি। ল্যাটিন শব্দ প্রেইজেস থেকে প্রেসিডেন্ট শব্দে অনুষ্ঠান বা সভা পরিচালনা করেন তিনি প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত। প্রেসিডেন্ট শব্দটি অনেক সময় কোন সংস্থা, প্রতিষ্ঠান, শ্রমিক সংঘ, বিশ্ববিদ্যালয়েও ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানগণকে সম্মানজনক পদবীরূপে রাষ্ট্রপতি বলা হয়। সচরাচর অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বগণই নির্বাচনের মাধ্যমে কিংবা সাংবিধানিক গঠনতন্ত্র মোতাবেক প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *