ষষ্ঠবারের মতো শুরু হলো জন্মশুমারি ২০২২

বাংলাদেশে ছিন্নমুল এবং ভাসমান জনগোষ্ঠীর গণনার মধ্য দিয়ে শুরু হলো ২০২২ সালে জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম। বাংলাদেশে এই জনশুমারি চলবে ১৫ জুন মধ্যরাত থেকে ২১ জুন পর্যন্ত। যদিও ২০২১ সালে ২৪ থেকে ৩০ ডিসেম্বর এই জনশুমারি অনুষ্ঠিত হবার কথা ছিলো। করোনা মরামারির কারনে ২০২১ সালেই জনশুমারির তারিখ কয়েক বার পরিবর্তিত হয়েছে।

অবশেষে দীর্ঘ ১১ বছর পর এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হলে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারির কার্যক্রম। যদিও আগে এটি আদম শুমারি নামে পরিচিত ছিল। ২০১৩ সাল থেকে আদম শুমারি কে জনশুমারি নামে পরিচিত করা হয়েছে।

জনশুমারিতে তথ্যদিন পরিকল্পিত উন্নয়ে অংশ নিনঃ

এই ডিজিটাল জনশুমারিতে একজন নাগরিকের ৩৫ ধরনের প্রশ্ন সহ আরো ১০ টি সহায়ক তথ্য হিসেবে মোট ৪৫ টি তথ্য নেওয়া হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুমতি সাপেক্ষে ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম বারের মতো আদম শুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরপর ধাপে ধাপে ১০ বছর পর পর দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ ও পঞ্চম যথাক্রমে ১৯৮১,১৯৯১,২০০১,২০১১ সালে আদম শুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছিল।

১। প্রথম আদমশুমারিতে বাংলাদেশের মেোট জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাক্ষ।

২। দ্বিতীয় আদমশুমারিতে দেশের মোট জনসংখ্যা ছিলো ৮ কোটি ৯৯ লাক্ষ।

৩। তৃতীয় আদমশুমারির গণনায় দেশের মোট জনসংখ্যা ছিলো ১১ কোটি ১৫ লাক্ষ।

৪। চতুর্থ আদমশুমারি ছিলো ১৩ কোটি ১৫ লাক্ষ।

৫। আদমশুমারির তথ্য অনুযায়ি দেশের সর্বশেষ মোট জনসংখা ছিলো ১৪ কোটি ৯৭ লাক্ষ।

এই তথ্য হতে বিবেচনা করে পাওয়া যায় বাংলাদেশে ১০ বছর পর পর গড়ে ২ কোটি জনসংখা বৃদ্দি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *