ট্রেনের নতুন সময়সূচী ২০২৩ । ১ ডিসেম্বর হতে নিউ টাইমে চলবে ট্রেন?

বাংলাদেশ রেলওয়ে আগামী ডিসেম্বর ২০২৩ হতে নতুন সময়সূচী অনুসারে চলাচল করবে- ট্রেনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে- বাস ভাড়া বৃদ্ধির ফলে মানুষ আরও বেশি ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে – ট্রেনের নতুন সময়সূচী ২০২৩

বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র-মালিকানাধীন ও রাষ্ট্র-পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে।

জুন ২, ১৯৮২ পর্যন্ত একজন চেয়ারম্যান ও চারজন মেম্বারসহ রেলওয়ে বোর্ডের নিকট রেলপথের ব্যবস্থাপনা ও উন্নয়ন ন্যস্ত ছিল। তারপর প্রশাসনিক ও কার্যপরিচালনার সুবিধার্থে রেলওয়ে বোর্ডের বিলুপ্তি ৩ জুন ১৯৮২ সালে কার্যকর হয় এবং রেলওয়ে বোর্ডের কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে ডিভিশনের নিকট ন্যস্ত হয় এবং উক্ত বিভাগের সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে। একই উদ্দেশ্যে দুই মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়েকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে ভাগ করা হয়।

দুই অঞ্চলের দুইজন মহাব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ হয়। পরবর্তীতে ১২ আগস্ট ১৯৯৫ সালে রেলপথের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলওয়ে প্রফেশনালদের নিয়ে মহাপরিচালকের হাতে ন্যস্ত হয়। নীতি নির্ধারণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট Bangladesh Railway Authority (BRA) গঠিত হয়। অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্ম মহাপরিচালকগণ সমস্ত প্রশাসনিক ও নীতি নির্ধারণের কাজ সম্পন্ন করেন।

মোবাইলে ট্রেনের সময়সূচি । ট্রেনের সময়সূচি 2023 । আন্তঃনগর ট্রেনের সময়সূচি

মোবাইলে ট্রেনের সময় সূচী জানা যায়। তবে ইন্টারনেট ব্যবহার করে নয় বরং এজন্য মেসেজ চার্জ ৪.৫০ পয়সা প্রযোজ্য হয়।

মুঠোফোনেই এখন সব তথ্য ঘরে বসে জানা যাবে ট্রেনের অবস্থান। এতে এই সুবিধা পেতে এসএমএস করতে হবে ১৬৩১৮ নম্বরে। স্টল থেকে আরো বলা হচ্ছে, অাপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন Tr স্পেস ট্রেনের নম্বর অথবা ট্রেন কোড নম্বর, এর পরে পাঠিয়ে দিতে হবে ১৬৩১৮ নম্বরে।

Caption: Train Time Table Show

ঢাকা স্টেশনের নাম ও ট্রেনের নম্বর । বাংলাদেশের যে নামে ট্রেনগুলো চলাচল করে থাকে

  1. ৭০২ সুবর্ণ এক্সপ্রেস
  2. ৭০৪ মহানগর প্রভাতী
  3. ৭০৫ একতা এক্সপ্রেস
  4. ৭০৭ তিসতা এক্সপ্রেস
  5. ৭০৯ পারাবত এক্সপ্রেস
  6. ৭১২ উপকুল এক্সপ্রেস
  7. ৭১৭ জয়ন্তীকা এক্সপ্রেস
  8. ৭২২ মহানগর এক্সপ্রেস
  9. ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস
  10. ৭৩৫ অগ্নিবীণা এক্সপ্রেস
  11. ৭৩৭ এগার সিন্ধুর প্রভাতী
  12. ৭৩৯ উপবন এক্সপ্রেস
  13. ৭৪২ তূর্ণা এক্সপ্রেস
  14. ৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেস
  15. ৭৪৫ যমুনা এক্সপ্রেস
  16. ৭৪৯ এগার সিন্ধুর গোধূলী
  17. ৭৫১ লালমনি এক্সপ্রেস
  18. ৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস
  19. ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস
  20. ৭৫৯ পদ্মা এক্সপ্রেস
  21. ৭৬৪ চিত্রা এক্সপ্রেস
  22. ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস
  23. ৭৬৯ ধূমকেতু এক্সপ্রেস
  24. ৭৭১ রংপুর এক্সপ্রেস
  25. ৭৭৩ কালনী এক্সপ্রেস
  26. ৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস
  27. ৭৭৭ হাওর এক্সপ্রেস
  28. ৭৮১ কিশোরগঞ্জ এক্সপ্রেস
  29. ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস
  30. ৭৮৯ মোহনগঞ্জ এক্সপ্রেস
  31. ৭৯১ বনলতা এক্সপ্রেস
  32. ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস
  33. ৭৯৬ বেনাপোল এক্সপ্রেস
  34. ৭৯৭ কুড়িঁগ্রাম এক্সপ্রেস

ট্রেনের অবস্থান জানার উপায় কি?

ট্রেন আধুনিক টেকনোলজি ব্যবহারে ট্র্যাক করা যায়। মুঠোফোনেই এখন সব তথ্য ঘরে বসে জানা যাবে ট্রেনের অবস্থান। এতে এই সুবিধা পেতে এসএমএস করতে হবে ১৬৩১৮ নম্বরে। স্টল থেকে আরো বলা হচ্ছে, আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন Tr স্পেস ট্রেনের নম্বর অথবা ট্রেন কোড নম্বর, এর পরে পাঠিয়ে দিতে হবে ১৬৩১৮ নম্বরে। ফিরতি মেসেজে ট্রেনের অবস্থান আসবে তবে এক্ষেত্রে ৪.৩০ পয়সা চার্জ প্রযোজ্য হইবে।

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৩ । ১২৫ টাকায় কক্সবাজার যাওয়া যাবে? SAFF U-17 Women’s Championship 2023 । সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপ সময়সূচী দেখুন
সাপ্তাহিক শ্রেণি রুটিন ২০২৩ । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত সময়সূচী দেখুন উপবৃত্তি কর্মসূচী ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম
সর্বজনীন পেনশন স্কীম ২০২৩ । সাধারণ নাগরিকগণ মাসিক ১,৭২,৩২৭ টাকা পেনশন পাবেন

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *