উপবৃত্তি কর্মসূচী ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম

সরকারি উপবৃত্তি বা প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট হতে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে – এ মাসের শেষে দিকেই উপবৃত্তির অর্থ প্রদান করা হতে পারে – উপবৃত্তি কর্মসূচী ২০২৩

উপবৃত্তি কত টাকা করে দেওয়া হয়? – সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি ও অন্যান্য ভাতার হার: শ্রেণি – স্নাতক (পাস) ও সমমান উপবৃত্তির হার টাকা – মোট টাকা – টিউশন ফি – মোট টাকা – বই ক্রয় – পরীক্ষার ফিস – সর্বমোট ১ম বর্ষ – ২০০ x ১২ – ২৪০০/= – ৬০ x ১২ – ৭২০/= – ১৫০০/= – ১০০০/=  ৫৬২০/=  ২য় বর্ষ ২০০ x ১২ ২৪০০/= ৬০ x ১২ ৭২০/=, ১৫০০/=, ১০০০/= ৫৬২০/= এবং ৩য় বর্ষ ২০০ x ১২ ২৪০০/=, ৬০ x ১২ = ৭২০/=, ১৫০০/=, ১০০০/= ৫৬২০/=

উপবৃত্তি পেতে কত % মার্ক পেতে হবে?  সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের উপবৃত্তি প্রাপ্ত ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির ৪৫% এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫% এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্টাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করনের নির্দেশনা প্রদান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরনের লক্ষ্যে বর্ণিত কারণে অযোগ্য শিক্ষার্থীদের HSP-MIS এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ আগামী ১৮.০১.২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সম্পূর্ণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় অথবা ভুয়া (যদি থাকে) শিক্ষার্থীদের অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে। এছাড়াও, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী/অভিভাবকের একাউন্ট নম্বর সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক নিশ্চিত হতে হবে।

উপবৃত্তি প্রাপ্যতা যেভাবে নির্ধারিত হয় / শিক্ষার্থী নির্বাচনের নিয়মাবলী ২০২৩

প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত মোট শিক্ষার্থীর মধ্যে হতে উপরোক্ত শর্তাবলির আলোকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট আবেদিত ছাত্র এবং ছাত্রীর পৃথক তালিকা প্রস্তুত করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রী তালিকাকে ১০০% ধরে তার মধ্যে হতে ৭৫% ছাত্রীকে উপবৃত্তির জন্য নির্বাচন করতে হবে। একইভাবে, প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র তালিকাকে ১০০% ধরে তার মধ্যে হতে ২৫% ছাত্রকে উপবৃত্তির জন্য নির্বাচন করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ।

উপবৃত্তি সফটওয়্যার থেকে তথ্য অপসারণ ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম

  1. মেনুবারে “উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী” বাটনে ক্লিক করুন;
  2. “শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন” বাটনে ক্লিক করুন;
  3. ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন;
  4. যে সকল শিক্ষার্থী অযোগ্য তাদের “সম্পাদন” (কলম আইকন) বাটনে ক্লিক করুন;
  5. “শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস” অপশনে ড্রপডাউন বক্সে “নিষ্ক্রিয়” অপশন সিলেক্ট করুন;
  6. স্ট্যাটাস পরিবর্তনের কারণ অর্থ্যাৎ ৪৫% এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫% এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ ও অন্যান্য কারণে ঝরে পড়ার কারণ সিলেক্ট করতে হবে;
  7. পরবর্তীতে মন্তব্যের ঘরে নিষ্ক্রিয়করণের কারণ উল্লেখ করতে হবে;
  8. সর্বশেষ সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

যাদের বাদ দেওয়া হবে তারা কি আর উপবৃত্তি পাবেন না?

পাবে। যদি তারা আগামী অর্থ বছরে উপবৃত্তি প্রাপ্তির জন্য ৪৫% নম্বর অর্জন করতে পারে তবে তারা উপবৃত্তি পুনরায় প্রাপ্ত হবে। সরকার নির্ধারিত নম্বর পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পেতে হবে অন্যথায় উপবৃত্তি পাওয়া যাবে না। অনলাইন যেহেতু আবেদন করা যায় তাই আগামী বছর ক্রাইট্রেরিয়া পূরণ করলে পুন: আবেদন করা যাবে।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 422 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *