জমির শতাংশ বের করার নিয়ম ২০২৪ । নকশা থেকে জমি মাপে কিভাবে?

জমির যে পরিমাণ পাবেন সেটা বর্গফুট এককে। যদি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানা না থাকে মৌজা ম্যাপ থেকে মেপে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ ফুট এককে হিসাব করুন – জমির হিসাব বের করার নিয়ম ২০২৪

আমিন কিভাবে জমি মাপে? সরকরি মাপে ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মপে (মহানগরীর বাইরে) ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা। আমিনের ম্যাপে একটা চারকোনা জায়গার মাপে চারপাশে ৫৪.৪” এবং ৫৬.১” দেওয়া আছে।

জমি পরিমাপ করার সূত্র কি? প্রথমেই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন, ( ফুট এককে) জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুন করে গুণফল যেটা পাবেন সেটা জমির পরিমান। জমির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ৪৩ ফুট তাহলে এই জমির পরিমান ২৪০৮ বর্গফুট। নিচে জমি পরিমাপের আরো একক দেওয়া হলো সেগুলো প্রয়োজন অনুযায়ী হিসাব করে বের করে নিবেন।

জমি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত একক গুলো কি কি? জমি পরিমাপের একক গুলো হলো- শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর। ১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট। এক বর্গফুট হলো ১ ফুট * ১ ফুট জমি। অতএব একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ গুন করে যদি ৪৩৫.৬ বর্গফুট হয় তাহলে ঐ জমির পরিমান ১ শতাংশ। কাঠা কি ? ১ কাঠা = ১.৬৫ শতাংশ। সুতরাং কাঠা শতাংশ থেকে বড় জমি পরিমাপের একক। ১ বিঘা = ৩৩ শতাংশ। ১ বিঘা = ২০ কাঠা। ১ একর = ১০০ শতাংশ। ১ হেক্টর = ২৪৭ শতাংশ।

খতিয়ান থেকে জমির পরিমাণ বের করার নিয়ম ২০২৪ । জমির হিসাব শতাংশ কিভাবে করে?

৫৭ ইঞ্চি = ৪.৭৫ ফুট। ৫৭ ইঞ্চি = ৪.৭৫ ফুট।

জমির হিসাব বের করার নিয়ম ২০২৪ । আমিন কিভাবে জমি মাপে?

Caption: Measurement of Land

জমির হিসাব বের করার নিয়ম pdf । অংশ থেকে শতাংশ বের করার নিয়ম কি?

  1. ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
  2. ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
  3. ১ কাঠা = ১.৬৫ শতাংশ
  4. ১ কাঠা = ১৬ ছটাক
  5. ১ কাঠা = ৩২০ বর্গহাত
  6. ২০ কাঠা = ১ বিঘা
  7. ৬০ কাঠা = ১ একর
  8. ১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
  9. ১৪৮.২ কাঠা = ১ হেক্টর
  10. ১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
  11. ১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
  12. ১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
  13. ১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
  14. ১ কানি = ২৪ কাঠা
  15. ১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
  16. ১ বিঘা = ২০ কাঠা
  17. ১ বিঘা = ৬৪০০ বর্গহাত
  18. ১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
  19. ১ বিঘা = ১৬০০ বর্গগজ
  20. ১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
  21. ১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
  22. ৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
  23. ৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
    ২৪৭একর
  24. ৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
  25. ১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
  26. ১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
  27. ১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
  28. ১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
  29. ১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
  30. ৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
  31. ১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
  32. ২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
  33. ১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
  34. ১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
  35. ১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
  36. ১ একর = ১৯৩৬০ বর্গহাত
  37. ১ একর = ৪৮৪০ বর্গগজ
  38. ১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
  39. ৬৪০ একর = ১ বর্গমাইল
  40. ১ একর = ৩ বিঘা ৮ ছটাক
  41. ১ একর = ৬০.৫ কাঠা
  42. ১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
  43. ২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
  44. ১ হেক্টর = ২.৪৭ একর
  45. ১ হেক্টর = ৭.৪১ বিঘা
  46. ১ হেক্টর = ১৪৮.২ কাঠা
  47. ১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
  48. ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
  49. ১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
  50. ১ হেক্টর = ১.৪৭ একর
  51. ১ আয়ের = ২৮.৯ বিঘা
  52. ১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
  53. ১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
  54. ১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
  55. ১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
  56. ১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
  57. ১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

১ পয়েন্ট জমি কতটুকু?

এক পয়েন্ট বলতে ১ শতাংশের ১০০ ভাগের ১ ভাগ অর্থাৎ ১ শতাংশ কে ১০০ টা ভাগ করলে তার ১ ভাগ হচ্ছে ১ পয়েন্ট। ১পয়েন্ট = ৪.৩৫৬ স্কয়ার ফিট। কাঠা, বিঘা, একর অনুযায়ী পরিমান ১ কাঠা = ১৬ ছটাক, ১ কাঠা = ১.৬৫ শতাংশ, ১ কাঠা = ১৬৫ অযুতাংশ, ১ বিঘা = ৩৩ শতাংশ, ১ বিঘা = ২০ কাঠা, ১ একর = ১০০ শতাংশ, ১ একর = ৬০.৬ কাঠা, ১ একর = ৩.০৩ বিঘা।

আমিনের স্কেলের মাপ কেমন? যে স্কেল এর ১ ইঞ্চি ৩৩০ ফুট ওইটায় ফিট স্কেল! ফিট স্কেল এ লেখা থাকে 1″=330′ এই স্কেল দিয়ে নক্সা পরিমাপ করলে উভয় পাশে প্রতি ক্ষুদ্র ১ ঘর = ১০ ফিট বা ফুট ধরতে হবে। যে সকল ম্যাপ ১৬” = ১ মাইল স্কেলে তৈরি সে সকল ক্ষেত্রে। প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ ফিট হবে যে সকল ম্যাপ ৮০” = ১ মাইল স্কেলে তৈরি।

জমি পরিমাপের নিয়ম ২০২৩ । জমির পরিমাপ হিসাব

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *