ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আসছে নতুন পরিচালনা পর্ষদ । এবার এ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিচ্ছেন পাঁচজন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তাঁর মা ফরিদা আক্তার এবং বোনের স্বামী মামুনুর রশীদ। এ ছাড়া নতুন পরিচালনা পর্ষদ এ থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইক্যাব সূত্রে এ তথ্য জানা যায়।

উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদের পদত্যাগ

ইভ্যালির জন্য ১১ মাস পূর্বে উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদ গত সোমবার (১৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ওই পর্ষদের প্রধান ছিলেন। পর্ষদে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববীদ ফখরুদ্দিন আহম্মেদ এবং আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পদত্যাগী পর্ষদ আজ বৃহস্পতিবার নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে। এ সিদ্ধান্তও এসেছে হাইকোর্ট থেকেই।

  আরও পড়ুনঃ

ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আদেশ

গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ জারি করে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পর্ষদ সভায় শামীমা নাসরিন, তাঁর মা এবং ভগ্নিপতিকে ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আদেশ দেন । ২৫ সেপ্টেম্বরের ভিতর এফিডেভিট আকারে তা হাইকোর্টকে জানাতেও বলা হয়েছে আদেশে।

ইভ্যালির উপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি

জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে বিদায়ী পর্ষদ ইভ্যালির উপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে। আর ইভ্যালির মালিকানা ছিল এর চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের নামে। দুজনের প্রত্যেকেই প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।

মোহাম্মদ রাসেল গত বছরের ২১ সেপ্টেম্বর হতে কারাগারে রয়েছেন। শামীমা নাসরিনও কারাগারে ছিলেন। তিনি গত ৬ এপ্রিল জামিনে বের হয়েছেন। এরই মধ্যে শামীমা নাসরিন তাঁর শেয়ারের একটা অংশ মা এবং ভগ্নিপতিকে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *