41 bcs final result Out 2023 । ৪১তম বিসিএস রেজাল্ট ডাউনলোড [PDF File]

41th bcs final result 2023 – বিসিএস রেজাল্ট দেখুন পিডিএফ ফাইল ডাউনলোড করে– বিসিএস ভাইভা রেজাল্ট ২০২৩

বিসিএস রেজাল্ট – বহুল প্রতিক্ষিত ৪১তম বিসিএস ভাইভা রেজল্ট প্রকাশিত হলো এরই মধ্যদিয়ে তরুন বেকার যুবকদের সরকারি সেবা যুক্ত হওয়ার সুযোগ হল। সরকারি ক্যাডার পদে চাকরি করে দেশের উন্নয়নের অংশীদার হবে তারা।

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর বিভিন্ন ক্যাডারের মােট ২,৫৩৬ [দুই হাজার দুইশত উনিশ] টি শূন্য পদের বিপরীতে ২,৫২০ [এক হাজার নয়শত তেষট্টি টি পদে নিয়ােগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যােগ্য প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী [আনুভূমিকভাবে সজ্জিত সাময়িকভাবে (Provisionally) সুপারিশ করা হয়েছে।

৪১তম বিসিএস ভাইভা পরীক্ষার ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তা ছাড়া, টেলিটক বাংলাদেশ লিঃ থেকে SMS এর মাধ্যমে নিমােক্ত পদ্ধতিতে ফলাফল জানা যাবে: SMS #10: PSC<Space>40<Space>Registration Number Send to 16222 ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

41th bcs viva result 2023 / ৪১তম বিসিএস ভাইভা রেজাল্ট প্রকাশ ২০২৩

41th bcs result pdf 2023

41th bcs Final result 2023 । ৪১ তম বিসিএস ফলাফল ২৫২০ জনকে সুপারিশ করা হয়েছে

ক্যাপশন: ৪১তম বিসিএস ভাইভা পরীক্ষার ফলাফলের সম্পূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড করুন এখানে।

How to search your Registration Number । PDF ফাইল হতে যেভাবে আপনার রেজাল্ট সার্চ করে বের করবেন।

  1. প্রথমে “বিসিএস ভাইভা রেজল্ট ২০২৩” হতে পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
  2. PDF ফাইলটি পিডিএফ রিডারে ওপেন করুন।
  3. ১৭ পৃষ্ঠার পিডিএফ ওপেন হবে। বিশাল রেজাল্ট থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি খুজে পেতে সার্চ করতে হবে।
  4. আপনি যদি একটি একটি করে ফলাফল খুজে আপনারটি দেখতে চান তাহলে অনেক সময় লেগে যাবে। তাই PDF ফাইলেও সার্চ করুন।
  5. পিডিএফ ফাইলেও সার্চ করে তথ্য বের করা যায়।
  6. CTRL F চাপুন কিবোর্ড থেকে।
  7. অতপর একটি বক্স দেখাবে সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর যেমন 11133088 লিখে সার্চ করুন।
  8. আপনার রেজিস্ট্রেশন নম্বরটি থাকলে তা ব্লক বা কালো হয়ে দেখাবে। মোট কথা আপনি পাশ করে থাকলে দেখাবে।
  9. না থাকলে রোল নম্বরটি খুজে পাবে না।

মোবাইলে এসএমএস করে কিভাবে ফলাফল দেখা যাবে তাই বলুন?

জি আপনার বাটন মোবাইল বা স্মার্ট ফোন থেকে আপনি একটি এসএমএস করেও ফলাফল দেখতে পারবেন। যেভাবে ম্যাসেজ করে ফলাফল দেখবেন। PSC<Space>41<Space>Registration Number Send to 16222 ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

41th bcs viva result 2023: ডাউনলোড

41th bcs Final result 2023 । ৪১ তম বিসিএস ফলাফল ২৫২০ জনকে সুপারিশ করা হয়েছে

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *