ব্যাকগ্রাউন্ড । ফ্রি ব্যাকগ্রাউন্ড

ব্যাকগ্রাউন্ট ফটো বলতে অনলাইনে সোস্যাল মিডিয়াতে প্রফাইল ফটোর পিছনের ফটোকে বুঝানো হয়। তাছাড়া কোন ছবির পৃষ্ঠাদেশকেও ব্যাকগ্রাউন্ট বলা হল। ব্যাকগ্রাউন্ট মিউজিকও হতে পারে। এদিকে থেকে মিউজিক ও ফটো ব্যাকগ্রাউন্টই এগিয়ে থাকবে ব্যাকগ্রাউন্ট শব্দে।

ব্যাকগ্রাউন্ড পিকচার HD

ব্যাকগ্রাউন্ড পিকচার HD লিখে গুগল করলে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ট ছবি এসে উপস্থিত হয়। তবে গুগল ইমেজে গেলে শতকোটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এসে হাজির হয়। তবে সব ব্যাকগ্রাউন্ট ফি নয়। কিছু রয়েছে টাকা দিয়ে অনলাইন মার্কেট হতে কিনতে হয়। আবার কিছু রয়েছে যেগুলোতে কপিরাইট রয়েছে। চাইলেই ডাউনলোড করে ব্যবহার করা যাবে না। আবার কিছু ব্যাকগ্রাউন্ট রয়েছে যেগুলো আপনি ফ্রিতে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পিকচার HD লিখে সার্চ করলে যে ছবিগুলো দেখতে পাবেন তার লিংক দেখুন এখানে। সিনিয়ারিগুলো যেন তাকিয়ে আছে, জলজ্যান্ত পিকচারগুলো চোখ ধাধিয়ে দেয়।

ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড

আপনি যদি কম্পিউটারের ডেক্সটপ বা মোবাইলের স্ক্রীনে ভাল ওয়াল পেপার চান তবে আপনি গুগল এ গিয়ে ব্যাকগ্রাউন্ট ফটো ডাউনলোড লিখে সার্চ করলে অসংখ্য ফটো ইমেইজ বা ছবি পেয়ে যাবেন। এগুলো কিছু ফ্রি এবং কিছু প্রিমিয়াম রয়েছে। আপনার পছন্দের ছবিটি আপনি অনলাইন হতে ক্রয় করতে পারেন। অনলাইন হতে যদি আপনি ক্রয় না করতে চান তবে আপনি ফ্রি ইমেইজ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ব্যাক গ্রাউন্ড

ফ্রি ব্যাকগ্রাউন্ড

ফ্রি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে প্রকৃতির মনোরম চিত্র ভেসে উঠবে গুগল সার্চ রেজাল্ট পেইজে। গুগল আপনার চোখের সামনে তুলে ধরবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাই প্রকৃতির ছবি পেতে বা দেখতে অবশ্যই ফ্রি ব্যাকগ্রাউন্ট লিখে সার্চ করতে হবে। এটি আপনি ডেক্সটপ কম্পিউটার বা মোবাইলের স্ক্রীনে হতে পারে সুন্দর একটি ছবি। তাই গুগল মামাকে ফ্রি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে মামা তোমাকে চমক দিবেই। ফ্রি ব্যাকগ্রাউন্ড

ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড

ডিএসএলআর হচ্ছে এমন একটি ক্যামেরা যেভাবে ছবিগুলো যেন জীবন্ত মনে হয়। প্রানবন্ধ মানুষ বা প্রকৃতিকে তুলে ধরতে এর জুড়ি মেলাভার। তাই ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবিগুলোর দিকে যেন তাকিয়েই থাকতে মন চায়। যদি আপনি ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তবে খুব উচ্চমানের ছবি যা হতে পারে প্রকৃতি বা কোন প্রাণীর ছবি পেয়ে যাবেন। এসব ছুটি যেমন খুবই স্বচ্ছ ও স্পষ্ট ঠিক দেখতেও খুব সুন্দর। তাই এখনই ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করুন। এখন সিনেমা নাটকেও এধরনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও গ্রাফি বা ফটোগ্রাফি করা হয়।

ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং

ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং বর্তমানে খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং নিশ। যেখানে হিউজ পরিমাণ অর্থ আয়ের সুযোগ রয়েছে। যে কোন ফটোকে আরও সুন্দর করে তুলতে তা এডিটিং করার প্রয়োজন রয়েছে। যদি কোন প্রাণী বা বস্তুর ব্যাকগ্রাউন্ড এডিট করা হয়। তবে ফটো যেন আরও জীবন হয়ে উঠে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং লিখে সার্চ করলে যে সব ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করা হয়েছে সেই সব ছবি দেখতে পাবেন।

নিউ ব্যাকগ্রাউন্ড ফটো

ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ছবি তৈরি করা হয়েছে। একজন এডিটর এখান থেকে ব্যাকগ্রাউন্ট পরিবর্তন সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে খুব ভাল আয় করা হয়। এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাত্র দু’বছর লক্ষ ডলার আয় করেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার মাধ্যমে। কালো ব্যাকগ্রাউন্ড ফটো ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ওয়ান ক্লিক করার মাধ্যমে পরিবর্তন করা যায়।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *