আজকের বাজার দর ২০২৪ । চাল ডাল তেল লবণ এর সরকারি মূল্য তালিকা দেখুন

সরকারি দীর্ঘদিন ধরেই চিন্তার করছিল অনলাইনে নিত্যপণ্যের আপডেট প্রকাশ করবে-এরই ধারাবাহিকতায় পন্যের দাম নিয়ন্ত্রনের পদক্ষেপ হিসেবে অনলাইনে নিত্য প্রয়োজনীয় পন্যের ভোক্তা দাম বা মূল্য নির্ধারণ করে দিয়েছে –Dam.Gov.BD

Dam.Gov.BD ?– dam.gov.bd appears to be the website of the Department of Agricultural Marketing (DAM) of the Bangladesh government. However, accessing the website directly might not provide the most user-friendly experience. While some information might be available on dam.gov.bd, it’s likely not as well-maintained or user-friendly as the main portal.gov.bd website. Visit the Department of Agricultural Marketing section on the main government portal: https://dam.gov.bd/ (This Bengali website translates to “Department of Agricultural Marketing” in English).

পন্যের দাম নিয়ন্ত্রণ বলতে কি বুঝায়? পন্যের দাম নিয়ন্ত্রণ বলতে বোঝায় সরকার কর্তৃক পণ্যের বাজার মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা। এর উদ্দেশ্য হলো ভোক্তাদের স্বার্থ রক্ষা: ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা: অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ করা, দ্রব্যমূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মূল্য স্থিতিশীলতা বজায় রেখে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখা।

পন্যের দাম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি কি? সরাসরি মূল্য নির্ধারণ: সরকার নির্দিষ্ট পণ্যের জন্য সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) নির্ধারণ করে।  মৌলিক পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য সরকার ভর্তুকি প্রদান করে। অতিরিক্ত মজুতদারি রোধে সরকার নীতিমালা প্রণয়ন করে। বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে সরকার নিয়মিত বাজার পর্যবেক্ষণ করে।

চাল ডাল চিনি ও মাংসের খুচরা মূল্য কত? / নিচের তালিকায় সরকার এসব পন্যে ভোক্তামূল্য নিধারণ করে দিয়েছে

ভোক্তা অধিদপ্তর ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পন্যের দাম নিয়ন্ত্রণ করা হবে।

Dam.Gov.BD । নিত্য পণ্য চাল ডাল মাংসের সরকারি মূল্য তালিকা ২০২৪ দেখুন

সকল পন্যের খুচরা মূল্য দেখুন

নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন খরচ এবং যৌক্তিক মূল্য নির্ধারণ ২০২৪ । কোন পন্যের খুচরা ও পাইকারী মূল্য কত?

  1. মুগ ডাল ১৬৫ টাকা।
  2. মাসকালাই ১৬৬ টাকা।
  3. ছোলা (আমদানিকৃত) ৯৮ টাকা।
  4. মসুরডাল (উন্নত) ১৩০ টাকা।
  5. মসুরডাল (মোটা) ১০৫ টাকা।
  6. খেসারিডাল ৯২ টাকা।
  7. পাংগাস (চাষের মাছ) ১৮০ টাকা।
  8. কাতল (চাষের মাছ) ৩৫৩ টাকা।
  9. গরুর মাংস (কেজিদরে) ৬৬৫টাকা।
  10. ছাগলের মাংস ১০০০ টাকা।
  11. ব্রয়লার মুরগী ১৭৫টাকা।
  12. সোনালী মুরগী ২৬২ টাকা।
  13. ডিম (০১পিস) ১০ টাকা।
  14. দেশি পেঁয়াজ ৫০ টাকা।
  15. দেশি রসুন (১ কেজি) ১২০ টাকা।
  16. আদা আমদানিকৃত ১৮০ টাকা।
  17. শুকনো মরিচ ৩২৭ টাকা।
  18. কাচামরিচ (১ কেজি) ৬০ টাকা।
  19. বাঁধাকপি (১ কেজি) ২৮ টাকা।
  20. ফুলকপি (১ কেজি) ২৯ টাকা।
  21. বেগুন (১ কেজি) ৫০ টাকা।
  22. সিম (১ কেজি) ৪৫ টাকা।
  23. আলু (১ কেজি) ২৮ টাকা।

পন্যের বাজর দর নিয়ন্ত্রণের অসুবিধা কি?

পন্যের দাম নিয়ন্ত্রণের সুবিধা  হল ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে স্থিতিশীলতা বজায় থাকে, দ্রব্যমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। তবে পন্যের দাম নিয়ন্ত্রণের অসুবিধাও রয়েছে। যেমন-বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, দীর্ঘমেয়াদে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কঠিন, দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে, পরিশেষে বলা যায়, পন্যের দাম নিয়ন্ত্রণ একটি জটিল বিষয়। এর সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে। সরকারকে বাজারের পরিস্থিতি বিবেচনা করে সাবধানতার সাথে এই নীতি প্রয়োগ করতে হবে।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 427 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *