SSC Exam 2021 প্রশ্নপত্রে ভুলত্রুটি পরিলক্ষিত।
চলতি এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল পাওয়া যাচ্ছে – শর্ট সিলেবাসে পরীক্ষার কথা – প্রশ্নপত্রে ভুল
এসএসসি পরীক্ষা– ২০২১ সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার কথা থাকলেও সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে কিনা সন্দেহ আছে। আবার প্রশ্নপত্র ১ ঘণ্টা ৩০ মিনিট হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্রে লেখা আছে পূর্বের মতো ২ ঘণ্টা ৩৫মিনিট। সৃজনশীল ২টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা থাকলেও প্রশ্নে ৫টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আবার বহুনির্বাচনি প্রশ্ন ১২টির উত্তর দেওয়ার কথা থাকলেও প্রশ্নে ২৫টির উত্তর দিতে বলা হয়েছে।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছে শিশুরা। শর্ট সিলেবাসে প্রস্তুতি ভাল থাকলেও ব্রড সিলেবাস থেকে প্রশ্ন করায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিক খাচ্ছে শিক্ষার্থী। প্রশ্নপত্র প্রস্তুতকারীদের দায়িত্বে অবহেলার কারণেই হয়তো এমন ভুলত্রুটি পাওয়া যাচ্ছে।
প্রশ্নপত্র মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা যেতে পারে। প্রশ্নপত্র গোপনীয় বিষয় হওয়ার কারণে এটি একাধিক উপায়ে চেক বা ক্রস চেক করা হয় না কিন্তু এটি সঠিক মনিটরিং এর মাধ্যমে প্রশ্নপত্রের ভুলত্রুটি কমিয়ে আনা সম্ভব।
এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা । প্রশ্নপত্রের এসব ভুল এড়ানো সম্ভব ছিল
প্রশ্নপত্রে সময় নিয়ে বড় ভুল / যে ভুলগুলো মারাত্মক ভাবে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব ফেলেছে।
Caption: এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্র
এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্রে পাওয়া ভুল ত্রুটি গুলো নিচে খানিকটা তুলে ধরা হলো
- সেট : ০১
- পদার্থবিজ্ঞান (সৃজনশীল)
- ২০২১ সালের সিলেবাস অনুযায়ী)
- বিষয় কোড : [113 | 6 | সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান- ৫০
- [দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রায় পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলাে মনােযােগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলাের যথাযথ উত্তর দাও। যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।
তাহলে এস.এস.সি প্রশ্নপত্র কি আগেই রেডি করা ছিল?
“এই প্রশ্ন আগেই রেডি করা ছিল।পরীক্ষা যদি আগে সময়মতো নেওয়া হতো তাহলে এই প্রশ্নেই হতো। তাই আর কোনো কিছু চেঞ্জ করে নি।শুধু মানবণ্টন নতুন করে ঘোষণা করা হয়েছে” বলে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন।
সূত্র: জামাল শিকদারের ফেসবুক পোস্ট