Plaster and Gathuni Calculation । গাথুনী এবং প্লাস্টারের হিসাব ২০২২

বাড়ি তৈরি বা ওয়াল গাথুনির কথা মাথায় আসলেই ইটের হিসাব করতে হয়। ইটের হিসাব করতে হলে মিনিমাম যে বিষয়টি জানতে হবে এবং প্লাস্টারের ব্যয় গণনা করতে যা জানতে হবে তা নিয়েই আমরা আলোচনা করবো। কোন ভাবেই কেউ যেন ঠকাতে না পারে সেজন্যই হিসাব জানা জরুরি।

১০” ওয়াল গাথুনীতে প্রতি 01 Square Feet (এক স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে
০৫” ওয়াল গাথুনীতে প্রতি 01 Square Feet  (এক স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে

গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। নিচের ছলিং এ প্রতি ০১ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি (CFT) খোয়া হয়। সিএফটি মানেই ঘনফুট। এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি (CFT) তে করতে হয়।

Inches Converted into feet

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

  • ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
  • ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
  • গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
  • প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
  • মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)

মসলাসহ = (১০”* ৫”৩”) 10 mm =1 cm

  1. 100 cm = 1 m (মিটার)Convert
  2. 1″ = 25.4 mm
  3. 1″ = 2.54 cm
  4. 37″ = 1 m
  5. 12″ = 1′ Fit
  6. 3′ = 1 Yard (গজ)
  7. 1 Yard = 36″
  8. 72 Fit = 1 bandil.

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি ২০২২

  • 10 mm = 0.616 kg/m = 3 suta
  • 12 mm = 0.888 kg/m = 4 suta
  • 16 mm = 1.579 kg/m = 5 suta
  • 20 mm = 2.466 kg/m = 6 suta
  • 22 mm = 2.983 kg/m = 7 suta
  • 25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন নির্ণয় পদ্ধতি ২০২২

  • ৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
  • ১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
  • ১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
  • ১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
  • ২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
  • ২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
  • ২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন।

  • 8 mm -7 feet -1 kg
  • 10 mm -5 feet -1 kg
  • 12 mm -3.75 feet – 1 kg
  • 16 mm -2.15feet -1kg

একবার পড়ে না বুঝলে একাধিকবার পড়ুন। এগুলো পড়ে যতই আয়ত্ত্ব করবেন ততই আপনার কাজ সহজে গুটাতে পারবেন এবং ব্যয় সংকুচিত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *