Ibas++ GPF Increase or Decrease । জিপিএফ চাঁদা বাড়াবেন যেভাবে

আপনি যদি স্টাফ হয়ে থাকেন তবে অফিসের ডিডিও’র সাথে কথা বলুন বা জিপিএফ বৃদ্ধির আবেদন করুন অফিস কর্তৃপক্ষ জিপিএফ চাঁদা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে – Ibas++ GPF Increase or Decrease

জিপিএফ চাঁদার হ্রাস বৃদ্ধির ক্ষমতা – কর্মচারীর সম্মতিতে জিপিএফ চাঁদা যে কোন সময় হ্রাস বা বৃদ্ধি করা যাবে তবে কোন ভাবে মূল বেতন ৫% এর কম এবং ২৫% এর অধিক কর্তন করার ইচ্ছা পোষন করা যাবে না। জিপিএফ বিধিমালা ১৯৭৯ এর মাধ্যমে জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিল নিয়ন্ত্রিত হয় । নতুন বেসিকেই জিপিএফ বৃদ্ধি করা যাবে।

সাধারণ ভবিষ্য তহবিলে ১৩% সুদ বা মুনাফা প্রদান করা হয়। গত ৫ বছরের জিপিএফ এ মুনাফা দেওয়ার হার দেশের যে কোন স্থির বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ হওয়ায় সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণ তার মূল বেতনের সর্বোচ্চ পরিমাণ জিপিএফ জমা কর্তন করতে ইচ্ছুক। একজন নিম্ন আয়ের কর্মচারীও অন্য কোন খাতে টাকা জমা রাখার চেয়ে জিপিএফ এ তার মুল বেতনের সর্বোচ্চ পরিমাণ ২৫% কাটাতে ইচ্ছুক। প্রতি বছর জুন মাসের বেতন বিল হতে সাধারণ ভবিষ্য নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি বা কমানো সুযোগ রাখা হয়েছে।  জিপিএফ চাঁদার হার পরিবর্তনের সময়কাল ২০২৩

GPF Subscription Configuration মেন্যু ছাড়া জিপিএফ চাঁদা হ্রাস বা বৃদ্ধি করা যাবে না / জিপিএফ চাঁদা পরিবর্তন করার অপশন

জুলাই মাসেও চাঁদা হের ফের করা যাবে

GPF Subscription Configuration । DDO ID থেকে যে কোন সময় জিপিএফ চাঁদা পরিবর্তন করার নিয়ম

Caption: ibas++ gpf subscription configuration page

GPF Increase or Decrease । কর্মকর্তা বা কর্মচারী যারাই জিপিএফ এর কর্তন হ্রাস/বৃদ্ধি করতে চান তারা DDO এর আইডিতে লগইন করে নিম্নের ধাপ গুলো অনুসরণ করতে হবে

  • 1) Budget Execution
  • 2) GPF Management
  • 3) GPF Master Data
  • 4) GPF subscription Configuration
  • 5) Employees Type: Govt staff/ Officer সিলেক্ট করে NID বসিয়ে GO বাটনে ক্লিক করে Subscription Amount ঘরে টাকা বসিয়ে Save বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।

কেন জিপিএফ বৃদ্ধি করবো?

আপনি যদি সর্বনিম্ন ৫% জিপিএফ কর্তন করে থাকেন তবে আপনাকে প্রতি বছরই পরিবর্তন করতেই হবে কারণ মূল বেতন বৃদ্ধির সাথে সাথে আপনার জিপিএফ চাঁদা ৫% হারে বৃদ্ধি করতে হবে। এজন্য অফিসে যোগাযোগ করে আপনি জিপিএফ চাঁদা বৃদ্ধি করে নিতে পারবেন।

ibas++ GPF Subscription Configuration । DDO ID থেকে যে কোন সময় জিপিএফ চাঁদা বৃদ্ধি করা যাবে

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 299 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *