HSC Admission Fee Payment by Nagad । এছাড়াও একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফি নগদ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

একাদশে ভর্তি নিশ্চয়ন ফি এখন নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যায়-নগদে পরিশোধ করলে ৪ টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে – HSC Admission Fee Payment by Nagad

একাদশে ভর্তি ফি নগদে পরিশোধ ক্যাশব্যাক –নগদ থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ফি দিতে পারবেন বেশি লাভে। তাইতো একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফি পেমেন্টে আপনাদের বেশি লাভ দিতে, নগদ নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন একাদশ শ্রেণির ৩২৮ টাকা রেজিস্ট্রেশন ফি, নগদ-এর মাধ্যমে দিলে পাচ্ছেন ৪ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

নগদ গ্রাহকরা একাদশ শ্রেণিতে ভর্তির ৩২৮ টাকা রেজিস্ট্রেশন ফি নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলে, ৪ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।  আপনি নগদ অ্যাপে (App) বা *167# (USSD) ডায়াল করে, বিল পে অপশনের মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাশব্যাক পাবেন। অফারের সব শর্ত পূরণ করে, অফার চলাকালে ১ বার (এক) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অফারটি ১ জানুয়ারী, ২০২৩ থেকে ৩১ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে। আপনি যদি এই ক্যাম্পেইনের সমস্ত শর্তাবলী পূরণ করেন, তবেই আপনার ‘নগদ’ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো এই অফার সম্পর্কিত ফী বা সার্ভিসের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ। নগদ শুধু ক্যাশব্যাক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ। অফারের সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত ১বার চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পর। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাক এর জন্য আর দায়ী থাকবে না

ক্যাশব্যাক অফার কত দিন পর্যন্ত চালু থাকবে? / সময়সীমা ৩১ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত

অফারটি পেতে হলে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।  ‘নগদ’ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।  এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

নগদ থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ফি দিতে পারবেন বেশি লাভে। তাইতো একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফি পেমেন্টে আপনাদের বেশি লাভ দিতে, নগদ নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন একাদশ শ্রেণির ৩২৮ টাকা রেজিস্ট্রেশন ফি, নগদ-এর মাধ্যমে দিলে পাচ্ছেন ৪ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

ইনস্ট্যান্ট ক্যাশব্যাক একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফি-তে

নগদ কর্তৃপক্ষের সতর্কতা ২০২৩ । নগদ ব্যবহারের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্ব করবেন

  1. নগদ ঘোষণা করে যে, ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না।
  2.  

    নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।

  3.  

    শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।

  4.  

    এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতি সহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়।

  5.  

    উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।

  6.  

    এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে

বিকাশে ফি প্রদান করা যাবে না?

যাবে। আপনি নগদ ছাড়াও বিকাশেও এ ফি পরিশোধ করতে পারবেন। এজন্য বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। যদিও সামান্য এ ক্যাশব্যাক পাওয়া যাবে না। আপনি চাইলে বিকাশেও এ ফি পরিশোধ করতে পারবেন। ডিজিটাল পেমেন্টে পদ্ধতির প্রসার লাভের ফলে আপনি ঘরে বসেই ফি পরিশোধ করতে পারছেন।

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 422 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *