সরকারি চাকরির আবেদন ফি নির্ধার ২০২২ । চাকরির আবেদন ফি নির্ধারন করে দিল সরকার

সরকারি সকল চাকরির (ক্যাডার পদ বাদে) আবেদন ফি পুনঃ নির্ধারণ করে আদেশ জারি করেছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই ফি কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের জারি কৃত এক আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশে জানানো হয়েছে, ৯ম গ্রেড অথবা এর বেশি গ্রেডভুক্ত (নন–ক্যাডার) পদে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদে আবেদন ফি ৫০০ টাকা, ১১ হতে ১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩ হতে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা ও ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিটক লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন এবং পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে বাংলাদেশ টেলিটক লিমিটেডকে প্রদান করা যাবে।

বাংলাদেশ টেলিটক লিমিটেডের পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।

অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঃ

  1. ইভ্যালি সর্বশেষ নিউজ ২০২২ । গ্রাহকদের টাকা পরিশোধ নিয়ে নতুন ঘোষণা ইভ্যালির
  2. ইভ্যালি অফার ২০২২ । পিক এন পে – PNP এবং ক্যাশ অন ডেলিভারি COD পদ্ধতি ২০২২
  3. সরকারি চাকরির বয়স বৃদ্ধি ২০২২ । সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়।

পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড’ এবং ‘o৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬’–এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।

কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষার ফি জমা করতে চাইলে প্রাতিষ্ঠানিক কোড (চার অঙ্কবিশিষ্ট), পরিচালনা কোড (চার অঙ্কবিশিষ্ট), অর্থনৈতিক কোড (২০৩১) এ জমা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *