সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালন ব্যয় ও মার্কিন ডলার বহন নির্দেশনা ২০২২

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছু প্রত্যের যাত্রীর জন্য প্যাকেজ-১ এ মোট খরচ ৫,২৭,৩৪০.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে বিমান ভাড়া, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ অন্তর্ভূক্ত থাকবে। জমজম পানি, উন্নতমানের বাস সার্ভিস, জেদ্দা বিমান বন্দরে পৌছার আপ্যায়ন, ভিসা ফি ইত্যাদি অন্তর্ভূক্ত থাকবে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়

ঢাকা।

www.bb.org.bd

সার্কুলার পত্র নং-১৬ তারিখঃ ২৬ মে, ২০২২

বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়ােজিত সকল অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।

প্রিয় মহােদয়,

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালন ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দ।

শিরােনামে বর্ণিত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “ ১৪৪৩ হিজরি/২০২২ খিস্টাব্দ এর হজ প্যাকেজ ” আপনাদের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণার্থে এতদ্‌সঙ্গে সংযুক্ত করা হলাে।

০২। হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রী মার্কিন ডলার ১২০০/- (এক হাজার দুইশত) বা এর সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে, হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযােজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

০৩। অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষকে সার্কুলার পত্রের বিষয়বস্তু সম্পকে অবহিত করবেন।

আপনাদের বিশ্বস্ত,

সংযােজনী ও বর্ণনা মােতাবেক।
(কাজী রফিকুল হাসান)
মহাব্যবস্থাপক

ফোন: ৯৫৩০১২৩

 

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালন ব্যয় ও মার্কিন ডলার বহন নির্দেশনা ২০২২: ডাউনলোড

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 421 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *