বিবিসি রেডিও বাংলা অনুষ্ঠান সম্প্রচার বন্ধ ২০২৩। আগামী জানু/২৩ হতেই বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ থাকবে

বাংলা ভাষাবাসীর কাছে বিবিসি রেডিও খুবই সমাদৃত ও বিশ্বাসের স্থান দখল করেছিল – আস্থা ও বিশ্বাসের বন্ধুর সম্পর্ক ছিল বিবিসি ও বাংলার মানুষের – বিবিসি রেডিও বাংলা অনুষ্ঠান সম্প্রচার বন্ধ ২০২৩

বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠান কবে বন্ধ হচ্ছে?  বিবিসির রেডিও সম্প্রচার, স্মৃতিময় হয়ে থাকবে শ্রোতাদের মনিকোঠায় ৩১ডিসেম্বর ২০২২ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বিবিসি বাংলার রেডিও সম্প্রচার ১৯৪১ সালের ১১ই অক্টোবর বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) রেডিও থেকে বাংলা অনুষ্ঠানের সম্প্রচারের শুরু হয়। রাত সারে দশটায় রেডিওতে আর কান পাতলে শোনা যাবে না বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান।

নিঃসন্দেহে একটি আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলা শ্রোতা পাঠকের হৃদয়ে একটি স্থায়ী আসন লাভ করেছিল। প্রথম দিকে সপ্তাহে ১৫ মিনিটের অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করলেও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীন বাংলা বিভাগ থেকে সর্বশেষ রেডিওতে প্রতিদিন দুটি অধিবেশনে মোট এক ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

নিরপেক্ষ, নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও সংবাদ বিশ্লেষণের জন্য বাংলাদেশসহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে এখনও বিবিসি বাংলার সংবাদ পরিবেশনা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভয়েস অব আমেরিকা ও ডয়েচে ভেলে বাংলার মতো বিবিসি বাংলাও শুধু প্রযুক্তি নির্ভর অনলাইনে তাদের সরব উপস্থিতি অব্যাহত রাখবে।

বিবিসি বাংলা অনুষ্ঠান বন্ধের কারণে ফাঁকা সময়ে অন্য অনুষ্ঠান সাজাচ্ছে বাংলাদেশ বেতার / বাংলাদেশ বেতার নতুন করে তার অনুষ্ঠানমালা সাজাচ্ছে।

দেশের অনেক শ্রোতাই মর্মাহত হলেও বিবিসি কর্তৃপক্ষ বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠান স্থায়ী ভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

বন্ধ হচ্ছে বিবিসি রেডিও অনুষ্ঠান সম্প্রচার

নতুন ভাবে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ বেতার অনুষ্ঠান

যেখানে আর অনুষ্ঠান শোনা যাবে না । বাংলাদেশে যেসব শহর থেকে এফ এম প্রচার তরঙ্গে বিবিসি বাংলার অনুষ্ঠান শোনা যায় তার তালিকা

  1. ঢাকা – এফ এম ১০০
  2. বরিশাল – এফ এম ১০৫
  3. কুমিল্লা – এফ এম ১০৩.৬
  4. কক্সবাজার – এফ এম ১০০.৮
  5. ঠাকুরগাঁও – এফ এম ৯২
  6. চট্টগ্রাম – এফ এম ৮৮.৮
  7. রংপুর – এফ এম ৮৮.৮
  8. রাজশাহী – এফ এম ৮৮.৮
  9. সিলেট – এফ এম ৮৮.৮
  10. খুলনা – এফ এম ৮৮.৮

বিবিসি বাংলা সম্প্রচারের ইতিহাস কি ছিল?

বিবিসি থেকে বাংলায় সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান সাপ্তাহিকভাবে ১৫ মিনিটের ছিল। পরে ১৯৬৫ সাল থেকে পর্যায়ক্রমে নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু হয়। নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশ ও ভারতের ১ কোটি ৩০ লক্ষ বাংলাভাষী শ্রোতার কাছে এটি জনপ্রিয় হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এর নিরপেক্ষ সংবাদ প্রচারের কারণে এটি বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, বিবিসি তার বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে অনলাইনে ইউটিউব ও ফেসবুক পেইজে বিবিসি বাংলা তথ্য প্রচার অব্যাহত রাখবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন Click Here.

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 425 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *