ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩ । প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের নির্দেশিকা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক-ইতোমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছ-আবেদনকারী অনলাইনে চেক করতে পারবেন – ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩

কাদের জন্য আর্থিক সহায়তা?– ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ০১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে :

  1. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
  2. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
  3. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি ।
  4. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি ।
  5. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি ।
  6. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি ।
  7. পিতা/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি।
  8. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।

**বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি স্কুলে / কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি স্কুল /কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)। (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে । iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে I

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির ফলাফল চেক করার নিয়ম / শিক্ষা বৃত্তির ফলা চেক করতে অনলাইনে নক করুন।

ব্যাচ ভিত্তিক ফলাফলও চেক করা যায়।

Caption: Check Your Result 

কাগজপত্র কবে জমা দিতে হবে?

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী বামপার্শ্বের Print Primary Selection Letter এ ক্লিক করে নিজের ID Number দিয়ে Letter টি প্রিন্ট করে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ০১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে Dutch-Bangla Bank এর নিকটস্থ শাখায় (যেখানে শাখা নেই সেখানে Dutch-Bangla Bank মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা (পিতা মৃত হলে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক) সহ উপস্থিত হতে হবে।

Batch Id Batch Name Batch Year Application Start Date Application End Date View Result
SSC-2021 SSC 2022 03/01/2022 06/02/2022
 Click to See
SSC-2022 SSC 2022 30/11/2022 25/12/2022
HSC-2019 HSC 2019 21/07/2019 15/09/2019
 Click to See
SSC-2019 SSC 2019 08/05/2019 13/06/2019
 Click to See
HSC-2018 HSC 2018 22/07/2018 15/09/2018
 Click to See
SSC-2018 SSC 2018 08/05/2018 08/06/2018
 Click to See
HSC-2017 HSC 2017 25/07/2017 26/09/2017
 Click to See
SSC-2017 SSC 2017 07/05/2017 05/06/2017
 Click to See
HSC-2016 HSC 2016 21/08/2016 21/11/2016
 Click to See
SSC-2016 SSC 2016 15/05/2016 31/07/2016
 Click to See
HSC-2015 HSC 2015 11/08/2015 30/12/2015
 Click to See
SSC-2015 SSC 2015 01/06/2015 09/07/2015
 Click to See

ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২২ । মাসিক ২৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রাপ্ত হইবে

admin

I am a web developer who is working as a freelancer. I am living in Tangail, Google SEO is a fantasy to me, I can help you to do your website promote in google first page by SEO Service. You can check me at technicalalamin.com

admin has 425 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *