২০২২ সালের নতুন উপায়ে জন্ম সনদ ডিজিটাল করার নিয়ম

আমরা সকলেই জানি যে প্রথমত অবস্থায় আমাদের সবাইকে কে হাতে লেখা জন্ম সনদ প্রদান করা হয়েছিলো বা তখনকার সময়ে সবাইকেই হাতে লেখা জন্ম সনদ দেওয়া হতো। একটা ফর্মের ভেতর জন্ম তথ্য লেখার পর সেখানে চেয়ারম্যানের সাক্ষর সহ প্রয়োজনীয় কর্তৃপক্ষের স্বাক্ষর বা ছিল গুলো ব্যবহার করে আমাদের হাতে লেখা জন্মসনদ দেওয়া হতো। কিন্তুু বর্তমানে আপনার কর্মক্ষেত্রের কোনো কাজে বা স্কুল আদালতে যদি আপনি জন্ম সনদ দিতে যান তখন আপনার পরিচয় হিসেবে আগে যে হাতে লেখা জন্ম সনদ ছিলো সেটা কিন্তুু আর গ্রহন করা হয় না। কারন বর্তমানে জন্মসনদ ডিজিটাল হয়ে গেছে।

এখন আমরা জেনে নেব কিভাবে আমরা অনলাইনে ঘরে বসেই নিজেই নিজের জন্মসনদ ডিজিটাল করার জন্য আবেদন করতে পারি এবং কত সময় লাগতে পারে এনালগ জন্ম সনদ ডিজিটাল করতে? এবং এর জন্য হাতে থাকা মোবাইল ফোনটিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে।

কিভাবে এনালগ জন্ম সনদ ডিজিটাল করতে হয়?

সর্বপ্রথম আমাদের bdris.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর জন্ম নিবন্ধন নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করার পর জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন এই অপশন টিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের জন্মনিবন্ধন ১৭ ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ সাবমিট করতে হবে এবং কনফার্ম অপশন ক্লিক করতে হবে।

  • এবার আপনার দেশ আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা;
  • তারপর পৌরসভা অথবা ইউনিয়ন সবকিছু ঠিকঠাক ভাবে বসাতে হবে;
  • এরপর আবেদনকারীর তথ্য বা পরিচয় প্রদান করতে হবে এবং ফোন নম্বর সহ জাবতীয় তহ্য প্রদান করার পর সাবমিট অপশনে ক্লিক করবে;
  • সাথে সাথে আমাদের আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়ে যাবে;
  • এবার আমাদের আবেদনটি প্রিন্ট করে নিবন্ধকের কার্যালয়ে বা ইউনিয়ন পরিষদে গিয়ে নিদিষ্ট একটা ফি প্রদান করে আবেদনটি জমা দিতে হবে। 
  • এরপর আপনাকে ডিজিটাল জন্মসনদ প্রদান করা হয়ে।

এই একই কাজ যদি আমরা অনলাইনে ঘরে বসে না করে সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে করতে চাই তাহলে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন অনেক ভিড় এবং লম্বা সিরিয়াল এছাড়াও নানা ধরনের বিরক্তি। আর আমরা যদি অনলাইনে কাগজ পত্র প্রিন্ট করে সিল স্বাক্ষর দিয়ে সেখানে গিয়ে জমা দেই তাহলে আমরা খুব সহজেই ডিজিটাল জন্মসনদ পেয়ে যাবো।

ধন্যবাদ

ট্যাগ: জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম ২০২২, ডিজিটাল জন্ম নিবন্ধন ছবি, জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম ২০২২, ডিজিটাল জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২, পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম, জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি, ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড, জন্ম নিবন্ধন যাচাই,

হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *