এলপিজি গ্যাসের দাম ২০২৩ । ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম ১১৪০ টাকা
সব কিছুর দাম যেখানে বাড়ছে ঠিক তখন আন্তর্জাতিক মূল্যের সাথে সমন্বয় করে বাসায় ব্যবহারের এলপিজি গ্যাসের দাম কমনো হয়েছে – এলপিজি গ্যাসের দাম ২০২৩
এলপিজি গ্যাসের নতুন দাম কবে থেকে কার্যকর? – বোতলজাত এলপিজি গ্যাসের দাম কমিয়ে নতুন দর ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। সরকার এখন বিভিন্ন মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। কিছু দিনের মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর হতে পারে।
আগস্ট ২০২৩ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত Saudi ÇP, প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৭০.০০ মার্কিন ডলার এবং ৪৬০.০০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় Saudi CP প্রতি মেট্রিক টন ৪৬৩.৫০ মার্কিন ডলার বিবেচনায় আগস্ট ২০২৩ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১.১৪ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২০২৫ টাকায় সমন্বয় করা হয়েছে।
বোতলজাত গ্যাসের নতুন মূল্য কার্যকর হয়েছে / বাসায় ব্যবহৃত বোতলজাত এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে।
গ্যাসের মুল্য সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি । ১২ কেজি এলপিজি’র দাম ১১৪০ টাকা
এলপিজি গ্যাসের নতুন দাম কার্যকর ২০২৩ । কি কি শর্ত আরোপ করা হয়েছে?
- ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫২.১৭ টাকায় সমন্বয় করা হয়েছে।
- সমন্বয়কৃত উক্ত মূল্য ১৮ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ/ ০২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে প্ৰযোজ্য কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সরকারি এলপিজি’র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং
- সরকারি এলপিজি’র মূল্য সমন্বয়ের সাথে Saudi CP’র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজি’র মূল্য অপরিবর্তিত থাকবে। প্রত্যেক এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সী এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ পরবর্তী মূল্যে (মূসক- উত্তর/মূসকসহ) ডিস্ট্রিবিউটরের নিকট এলপিজি বিক্রয় করবে এবং
- সে অনুযায়ী মূসক চালান/ডেলিভারি অর্ডার (ডিও) প্রদান করবে।
- কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং
- রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/অটোগ্যাস বিক্রয় করা যাবে না।
আবারও কি বাড়তে পারে?
হ্যাঁ। এটি আগস্ট /২০২৩ মাসে কার্যকর করা হয়েছে। আগামী দু এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পেলে তখন আবার দেশের বাজারেও সমন্বয় করা হবে। এলপিজি গ্যাস নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক্ষেত্রে পুন:মূল্য নির্ধারণ করবে।
এলপিজি গ্যাসের দাম ২০২৩ । ১২ কেজি এপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেল ৫৭ টাকা